কড়া আইনি পথেই হাঁটলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক মহিলা। সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারকা ফুটবলার। এ বার সেই মহিলার আইনজীবীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো। প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন সিআরসেভেন। উল্লেখ্য, রোনাল্ডোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন ইতিমধ্যেই সেই মহিলার আইনজীবী লেজলি মার্ক স্টোভালকে আদালতের চিঠি পাঠিয়েছেন। স্টোভাল এখনও পর্যন্ত কোনও উত্তর দেননি। ৮ই জুলাইয়ের মধ্যে তাঁকে উত্তর দিতে হবে।
প্রসঙ্গত, জনৈকা মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে এই মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ২০০৯ সালে আমেরিকার লাস ভেগাসের একটি হোটেলের ঘরে রোনাল্ডো তাঁকে শারীরিক নির্যাতন করেছিলেন। ১৩ বছর আগের সেই ঘটনা নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দেয় লাস ভেগাসের আদালত। পাশাপাশি, ৪২ পাতার রায়ে বিচারপতি জেনিফার ডরসি তীব্র ভর্ৎসনা করেছেন অভিযোগকারী মহিলার আইনজীবীদের। আদালতের বক্তব্য, ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরি করেছিলেন অভিযোগকারীর আইনজীবীরা।