ফের বাংলাজুড়ে আসতে চলেছে কর্মসংস্থানের জোয়ার। নানা বিভাগে শুরু হয়েছে বিপুল নিয়োগ। পিছিয়ে নেই স্বাস্থ্য দফতরও। ওয়ার্ডেন থেকে কমিউনিটি হেলথ অফিসার, এমনকী শিশু স্বাস্থ্য সুরক্ষা দফতরেও শুরু হয়েছে বিরাট নিয়োগ। আর এবার স্বাস্থ্য দফতরের পরিবহন বিভাগেও জারি হয়েছে বিজ্ঞপ্তি। নানা পোস্টে বিপুল নিয়োগের ঘোষণা করা হয়েছে।
পদের নাম – স্বাস্থ্য ভবনের ড্রাইভার।
যোগ্যতা : অন্তত অষ্টম শ্রেণী পাশ। ভারী যানবাহন চালানোর লাইসেন্স। দুই বছরের অভিজ্ঞতা গাড়ি চালানোর ক্ষেত্রে।
বয়স : বয়স হতে হবে ২৫ থেকে ৫০ এর মধ্যবর্তী।
বেতন : ১৫,০০০ টাকা দেওয়া হবে।
পদের নাম – হেল্পার/ সহযোগী
যোগ্যতা : অষ্টম শ্রেণী পাশ। কম করে ৩ বছর অটোমোবাইল কারখানায় কাজের অভিজ্ঞতা। অটোমোবাইল ফিল্ডে আইটি কিংবা ডিপ্লোমা কোর্স।
বয়স : ২৫ থেকে ৫০ এর মধ্যে
বেতন : ১১,৫০০ টাকা
আবেদনের পদ্ধতি : অফলাইনে হবে আবেদন। সমস্ত ডকুমেন্ট এবং ফর্ম ফিলাপ করে ১২ই জুলাইয়ের মধ্যে স্বাস্থ্য পরিবহন ভবনে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
যে যে ডকুমেন্ট লাগবে :
অবশ্যই লাগে এপ্লিকেশন ফর্ম। ফটো এবং আইডি প্রুফ (আধার, ভোটার/পাসপোর্ট)। অ্যাড্রেস প্রুফ অবশ্যই। বয়সের প্রমাণ পত্র। বৈধ ড্রাইভিং লাইসেন্স। শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র এবং সার্টিফিকেট। অভিজ্ঞতার প্রমাণপত্র।
এছাড়া খেয়াল রাখতে হবে, সমস্ত ডকুমেন্ট যেন নিজের সই করা হয়। এছাড়াও যোগ্যতার ভিত্তিতেই বেছে নেওয়া হবে। পরবর্তীতে যারা নির্বাচিত হবেন, তাদের ডাকা হবে নানা স্কিল প্রদর্শনের জন্য।