তাঁকে বারংবার ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন সুদীপ্ত সেন। গত শুক্রবার সল্টলেকের এমপি-এমএলএ কোর্টের বাইরে বোমা ফাটিয়েল সারদা কর্তা জানান, শুভেন্দু অধিকারীর নামে তিনি সিবিআইকে চিঠি দিয়েছেন। শুভেন্দু তাঁর কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। তাঁকে ব্ল্যাকমেলও করতেন। এবার ব্যাঙ্কশাল কোর্টের বাইরে ফের বিস্ফোরক কথা বললেন তিনি। সুদীপ্তর দাবি, কাঁথিতে একটি বহুতল নির্মাণের জন্য প্রথমে কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা ডিপোজিট করেছিলাম। তারপর মোট ৯০ লক্ষ টাকা জমা করেছিলাম।
টাকা দিয়েছিলাম কন্টাই সমবায় ব্যাঙ্কের মাধ্যমে। কিন্তু প্ল্যান অনুমোদন হয়নি। তিনি আরও বলেন, তা ছাড়াও শুভেন্দু আগে অনেক টাকা নিয়েছেন। তবে সেই অঙ্ক এদিন বলেননি সারদাকর্তা। উল্লেখ্য, সিবিআইকে লেখা প্রথম চিঠিতে তিনি অনেকের নাম লিখেছিলেন সুদীপ্ত। তাঁদের মধ্যে মুকুল রায় ও অধীর চৌধুরীর নামও উল্লেখ করেন তিনি। তবে দ্বিতীয় চিঠিটি যে শুধু শুভেন্দু কেন্দ্রিক তাও স্পষ্ট করে দিয়েছেন সারদাকর্তা।