এবার পাতিয়ালা হাউস কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হলেন অল্ট নিউজের কো ফাউন্ডার মহম্মদ জুবেইর। তাঁর আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতেই জরুরি ভিত্তিতে মামলাটি শোনার আর্জি মঞ্জুর করেছে তারা। আজ অথবা আগামীকাল আর্জির শুনানি হওয়ার কথা।
প্রসঙ্গত, গত ২৮ জুন নিম্ন আদালত দিল্লী পুলিশের আর্জি মেনে জুবেইরকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ নম্বর ধারায় দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ জুন জুবেইরকে পুলিশ গ্রেফতার করে ২০১৮ সালের একটি টুইটকে রিটুইটের জন্য। ওই টুইটের বিষয় বস্তু নিয়ে আপত্তি তুলেছে পুলিশ। আদালতে দিল্লী পুলিশ বলে, টুইটটি চার বছরের পুরনো হলেও সেটি রিটুইট করা হয়েছিল সম্প্রতি। সেই কারণে এখন মামলা করেছে পুলিশ।