মহারাষ্ট্রে রাজনৈতিক টানাপোড়েন এখনও অব্যাহত। কী হতে চলেছে, তা নিয়ে জোর আলোচনায় রাজনীতির কারবারিরা। মঙ্গলবার, পশ্চিম বর্ধমানের আসানসোলে কর্মীসভায় এই ইস্যুতে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে সরকার ভাঙার চেষ্টার জন্য পদ্মশিবিরকেই তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উদ্ধব ঠাকরের জোট সরকারকে ফেলার জন্য কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি। এর আগেও এই একই ছবি দেখা গিয়েছে অন্য রাজ্যের ক্ষেত্রেও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, টাকা দিয়ে অন্য দলের বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করছেন বিজেপি।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা জোটবদ্ধ হয়ে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছেন। সেই বিরোধী জোটের অন্যতম সদস্য শিবসেনা। সেই শিবসেনার সঙ্গে কংগ্রেস আর এনসিপি জোট বেঁধে বিজেপি বিরোধী সরকার করেছিল উদ্ধব সরকারের শিবসেনা। সেই উদ্ধব ঠাকরের সরকারকে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি। এই প্রসঙ্গ তুলেই এদিন মমতা হুঁশিয়ারি দিয়েছেন, “বিজেপি ২০২৪-এ ছবি হয়ে যাবে।” পাশাপাশি বিজেপির এই প্রচেষ্টা এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক ঘটনা, এমনই জানান তিনি। আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের প্রয়োজন আছে, জানান মমতা।