ফের মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলার আবাস যোজনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতে তৈরি হয়েছে। সেই প্রসঙ্গেই আবার সুর চড়ালেন মমতা। তিনি আগেই জানিয়েছিলেন, বাংলার আবাস যোজনার নাম একই থাকবে। দরকারে এ নিয়ে তিনি দিল্লীতে দরবার করবেন। “সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি চাই!” মঙ্গলবার এই ভাষাতেই মোদীকে কটাক্ষ করলেন মমতা। এদিন আসানসোল তৃণমূলের কর্মীসভা থেকে নানা ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন মমতা। সেখানে আবারও তুলে আনেন বাংলা আবাস যোজনা-বিতর্ক। মমতার কথায়, “সব বাড়িতে প্রধানমন্ত্রীর ছবি চাই? লাগিয়ে দিন। সব জায়গায় শুধু মোদীর ছবি লাগিয়ে দিন। যত রাস্তা-ঘাট, মাঠ-স্টেশন, যা আছে— সব জায়গায় ছবি লাগিয়ে যাও। এই ছবি-ছবি করতে করতে দেখবেন, বিজেপি দলটাই ছবি হয়ে যাবে। সাইনবোর্ডে পরিণত হবে। মানুষের কাজে লাগবে না।”
উল্লেখ্য, এরপর বিজেপি সরকারকে ‘অপদার্থ’ বলেও একহাত নেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার, এমন অভিযোগকে সামনে এনে বার বার আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি নেতা। সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে, তারা আর এই প্রকল্পে টাকা দেবে না। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বলছেন, যে কোনও রাজ্য তাদের নিজের নামে প্রকল্প করতে পারে। গুজরাতে গুজরাত, উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের নামে যদি বাড়ি প্রকল্প থাকতে পারে, তা হলে বাংলার নামে থাকলে কিসের আপত্তি বিজেপির?” এমনই প্রশ্ন তুলেছেন মমতা।