মোদী জমানায় দেশের অর্থনৈতিক অবস্থা কার্যত তথৈবচ। এবার যেমন ফের পতন টাকার দামের। মঙ্গলবার বাজার খোলার পরে ডলার প্রতি টাকার দাম নেমে দাঁড়ায় ৭৮ টাকা ৭৮ পয়সা। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রসঙ্গত, মে মাস থেকে ধারাবাহিক পতনের পর ডলার পিছু টাকার দামে কিছুটা উন্নতি দেখা গিয়েছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহে।
দু’দফায় আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম সামান্য বাড়ে। গত ১৪ জুন যেখানে ডলার পিছু ৭৮ টাকা ৪ পয়সা ছিল টাকার দাম, ১৫ জুন তা কিছুটা কমে হয় ৭৭ টাকা ৯৯ পয়সা।