তৃণমূলে যোগদান করে এখন বালিগঞ্জের বিধায়ক তিনি। তবে বিজেপিতে থাকাকালীন ছিলেন আসানসোলের সাংসদ। তাই আসানসোলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর। মঙ্গলবার সেখানে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে উঠলেন বাবুল সুপ্রিয়। আর সেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হতে দেখা গেল তাঁকে। এদিন বাবুল বলেন, ‘এখানে আমি প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে উঠেছি। আসানসোল আমার জন্য আলাদা জায়গায় ছিল, আছে, থাকবে। আসানসোলের প্রতিটি মানুষ আমার আত্মীয়।’
অন্যদিকে, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাতে এসেছি। উনি আমাকে পাঠিয়েছেন আসানসোলে। যে ইতিহাস রচনা হয়েছে, তারপর আমি তা কখনও ভুলতে পারব না। আমি আজ শুধু ধন্যবাদ জানাতে এসেছি। দেশের এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে।’ এদিকে, আসানসোলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও। সভামঞ্চ থেকে তিনি বলেন, ‘আপনারা আসানসোলে আমাদের শুধু জেতাননি। বিজেপিকে খামোশ করে দিয়েছেন। এত ভোটে জিতিয়েছেন আমাদের, এগিয়ে যেতে সাহায্য করেছেন। আমার আসানসোলে আসার প্রধান কারণ মানুষকে বুক ভরা ভালবাসা জানানো।’