অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আর তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। মোদী সরকারের ‘চুক্তিভিত্তিক সেনা’ নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রমশই বিক্ষোভ দানা বাঁধছে রাজ্যে রাজ্যে। এরই মধ্যে এবার এ নিয়ে আসানসোলের সভা থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘এটা আসলে অনেক বড় স্ক্যাম। চার বছরের চাকরির কোনও মানে হয় না, এই চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত হওয়া উচিত। না হলে চাকরি দেওয়ার নামে মিথ্যে খেলা খেলবেন না। ৬০ বছর পর্যন্ত চাকরি দিন ও তাঁদের পেনশনের ব্যবস্থা করুন।’
এদিন বক্তব্যের শুরুতেই অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, ‘আপনারা জানেন আসল চালাকিটা কী! চার মাসের ট্রেনিং দেবে। ট্রেনিং পাবে কারা, ১০০ জনের মধ্যে ৪ জনও সাধারণ মানুষের চাকরি হবে না। ওদের লোকেরা পাবে, শাখা প্রশাখার লোকেরা। আর তার পর, চার বছর পর বলছে, তোমরা ঘুরে বেড়িয়ে কাজ জোগাড় করো। এ বার একটা মজা শুনবেন, আমার কাছে একটা চিঠি এসেছে। খেলাটা শুরু করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের জন্য দেশে অগ্নিপথ নিয়ে আগুন জ্বলছে। আমি সেনা বা কর্নেলকে সন্মান করি, কিন্তু আমাকে একজন কর্নেল চিঠি লিখেছিলেন। তিনি লেখেন, যাঁরা চার বছর সেনায় কাজ করবে, তাঁদের ডেটা ব্যাঙ্ক আমাদের দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা যেন ওই চার বছরের পর তাঁদের চাকরির ব্যবস্থা করি।’