একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরে যুদ্ধ এখনও জারি। মহারাষ্ট্রের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন দেশের বহুল চর্চিত বিষয়। সুপ্রিম কোর্ট পর্যন্ত উঠে এসেছে মহারাষ্ট্রের শিবসেনা দ্বন্দ্ব। সোমবার দুই পক্ষকেই নোটিশ ধরিয়েছে সুপ্রিম কোর্ট। ডেপুটি স্পিকারকে নোটিশ ধরিয়ে এই পিটিশন নিয়ে দুপক্ষের কাছে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এই গদি টানাটানির পরিস্থিতিতেই এখনও রেবেল ক্যাম্পে বাড়তে পারে বিধায়কদের সংখ্যা। এদিকে রেবেল বিধায়ক তথা শিন্ডে ক্যাম্পকে গুয়াহাটিতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন সঞ্জয় রাউত।
মহারাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থা উদ্বেগজনক, এর মধ্যেই গুয়াহাটির হোটেলে বিধায়কদের জোর কদমে চলছে বৈঠক। আগামীতে ঠিক কি পদক্ষেপ হতে পারে এই পরিকল্পনায় ব্যস্ত রেবেল ক্যাম্প। এমতাবস্থাতেই শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বারবার তীর্যক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন শিন্ডে ও তাঁর ক্যাম্পের দিকে। এবার ফের রেবেল ক্যম্পকে নিশানা করে বললেন, ১১ জুলাই পর্যন্ত কোনও কাজ নেই একনাথ শিন্ডে ও তাঁর রেবেল ক্যাম্পের, তাই গুয়াহাটিতেই এখন বিশ্রাম করুন তাঁরা।
শীর্ষ আদালত একনাথ ও উদ্ধব ঠাকরে দুপক্ষকেই নোটিশ ধরিয়েছে। আগামী শুনানি হতে চলেছে ১১ জুলাই। এদিকে উদ্ধব ঠাকরে সমস্ত ৯ মন্ত্রকের দায়িত্ব সরিয়ে ফেলেছেন গুয়াহাটিতে রেবেল ক্যাম্পে থাকা বিধায়কদের থেকে। সেই প্রসঙ্গ টেনেই খোঁচা মেরে রাউত বলেছেন, আগামী ১১ জুলাই অবধি কোনও কাজ নেই এই রেবেল সেনার। তবে ওয়াকিবহাল মহল কিন্তু তা একেবারেই মনে করছেন না। এখন দেশের সব রাজ্যের চোখ মহারাষ্ট্রের দিকেই। বিজেপি শিবির ইতিমধ্যেই একনাথের সঙ্গে থাকার ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে। গুয়াহাটি থেকেই চলছে জোরকদমে পরিকল্পনা। বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনবিশ রাজধানীতে বৈঠকে বসবেন। আশা করা হচ্ছে, আগামীতে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে গেরুয়া শিবিরের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে আলোচনা সেরে ফেলবেন দেবেন্দ্র।