আবারও সংবাদ মাধ্যমের কন্ঠরোধের অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। ফ্যাক্ট চেকিং জার্নালিজমকে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়া অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরকে সোমবার গ্রেফতার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লী পুলিশ। তবে এ নিয়ে যখন জাতীয় রাজনীতি নতুন করে আন্দোলিত হচ্ছে তখন জুবেইর সম্পর্কে আরও একটি বিষয় সামনে এল। পুলিশি হেফাজতে থাকা এই সাংবাদিকের নাম রয়েছে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্যদের তালিকায়।
জানা গিয়েছে, পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো চলতি বছরের মে মাসে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য সম্ভাব্যদের নিয়ে যে তালিকা করেছে তাতে নাম রয়েছে জুবেইরের। অল্ট নিউজের আর একজন প্রতিষ্ঠাতা প্রতীক সিনহারও নাম রয়েছে ওই তালিকায়।
প্রসঙ্গত, জুবেইরের গ্রেফতারির পর থেকেই একটি অংশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব। যেমন কংগ্রেসের সাংসদ শশী থারুর বলেন, উত্তর-সত্য রাজনৈতিক আবহে জুবেইরের মতো সাংবাদিকরা অনন্য ভূমিকা নিচ্ছেন। তাঁকে গ্রেফতার আসলে সত্যের উপর আঘাত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জুবেইরের গ্রেফতারির পর নোবেল শান্তি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকার প্রসঙ্গ টানছেন। কেউ কেউ বলছেন, এটাই ভারত। যেখানে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকায় নাম থাকা ব্যক্তিকে জেলে ঢোকানো হয়।