গান্ধীজির নির্দেশেই খুন হন নেতাজি সুভাষ চন্দ্র বসু। এমনই মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি সাংসদ নরেন্দ্র কুমার খীচড়। ইতিমধ্যেই ভাইরাল তাঁর বক্তব্যের ভিডিও। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
বাকরা গ্রামের স্বাধীনতা সংগ্রামী শৌলাল খীচড়ের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ। সেখানে তিনি বলেন, ‘সুভাষচন্দ্র বসুর হত্যা গান্ধীজির আদেশেই হয়। প্রধানমন্ত্রী যেকোনও একজনই হতেন। তাই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সুভাষকে রাজি করিয়ে নিলেও পরে নেতাজিকে খুন করান গান্ধী। রাজা-মহারাজদের সময় থেকে এই খুনের প্রথা চলে আসছে।’
নরেন্দ্র কুমারের এই বক্তব্যে শোরগোল পড়ে যায়। পরবর্তীতে নিজের বক্তব্যের সাফাই দিয়ে তিনি বলেন, ‘আমার বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজির হওয়া উচিত ছিল। গান্ধীজি চাইলে তাই হত। গান্ধীজি নেতাজিকে রাজনৈতিক ভাবে হত্যা করেছেন’।
নরেন্দ্র কুমার খীচড়ের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন কংগ্রেস নেতা ও পূর্ব সাংসদ ভরত সিংহ। তিনি সোজা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখে দাবি করেছেন, এমন অপমানজনক কথা বলার জন্য নরেন্দ্র খীচড়ের সাংসদ পদ বরখাস্ত করা হোক। ভরত সিংহের আরও দাবি, খীচড়ের বিরুদ্ধে যেন দেশদ্রোহীতার মামলা চালানো হয়।
Read: বানভাসি আসামে জলের তলায় হাসপাতাল – রাস্তাতেই কেমোথেরাপি চলছে ক্যান্সার রোগীর
Tweet: বানভাসি আসামে জলের তলায় হাসপাতাল – রাস্তাতেই কেমোথেরাপি চলছে ক্যান্সার রোগীর
BJP