দেশজুড়ে এখনও জ্বলছে প্রতিবাদের ঝড়। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে অব্যাহত বিক্ষোভ। নিন্দার রব উঠেছে একাধিক মহলে। এবার ফের সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, অগ্নিবীরদের চাকরির মেয়াদ ৪ বছর নয়, ৬০-৬৫ বছর পর্যন্ত চাকরি করতে দিতে হবে। বর্ধমানের মাটি সৃষ্টি উৎসবের মঞ্চ থেকে এই দাবি জানান মমতা। রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। উজ্জ্বলা প্রকল্পের মতো লোকসভা ভোটকে সামনে রেখে ৪ বছরের চাকরি দিচ্ছে বিজেপি সরকার, এমনই বলেন তিনি। ইতিপূর্বে বিধানসভায় কেন্দ্রীয় অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেন, “এই প্রকল্প তো আর্মি ডিপার্টমেন্ট থেকে ঘোষণা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রক করেছে। অগ্নিবীর তৈরির নামে আসলে বিজেপির ক্যাডার তৈরি করা হবে। চার বছর পর চাকরি চলে গেলে তোমাদের বাড়ির লোকেরও চাকরি চলে যাবে। কীসের অগ্নিপথ? আমি কারও চাকরি খেতে দেব না।”
পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ভোটের আগে উজ্বলা প্রকল্পে কয়েকজনকে গ্যাস দিয়েছিল। ভোটের পর থেকে বিজেপি সাংসদের চেহারা দেখতে পেয়েছেন? আমার দলের লোক হলে চড় মারতাম। ওরা জানে, অন্যায় করলে দিদি মারতেও পারে। কিন্তু বিজেপির লোক ভুলভাল বললেও কেউ কিছু বলে না।” এর পরই অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, “প্রশিক্ষণ নিয়ে ৪ বছরের চাকরি। বাকি জীবন কীভাবে চলবে? আমরা দাবি জানাচ্ছি, যাতে এই প্রকল্পের মেয়াদ ৪ বছর নয়। ৬০-৬৫ বছর পর্যন্ত তাঁদের চাকরি করতে দিতে হবে।” এছাড়া এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের উপর জোর দেন। বলেন, “আমি এখন কর্মসংস্থানে জোর দিয়েছি। ওটাই আমার পাখির চোখ।” এরপরই মমতার খোঁচা, “আর ওদের দেখুন, চার বছরের চাকরি দিচ্ছে। তারপর কী? ললিপপ চুষবে? চার বছরের চাকরি দিয়ে সারাজীবন চলবে তো?” আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন। সেই ভোটকে সামনে রেখেই এই লোক দেখানো কর্মসংস্থান তৈরি করছে বিজেপি সরকার। মোদীকে কটাক্ষ করে এমনই জানান মমতা।