আজ ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। রবিবার মিউনিখে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে নিজের ভাষণে এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর এই দাবি যে আদ্যোপান্ত মিথ্যা চব্বিশঘণ্টার মধ্যেই মিলল তার প্রমাণ। বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। আর তারপরেই এবার বিদ্যুৎ সংযোগ আসতে চলেছে তাঁর আদি বাড়ির গ্রাম উপারবেদায়। অর্থাৎ মোদী জমানার ১১ বছরেও তাঁর বাড়িতে পৌঁছয়নি বিদ্যুৎ।
সূত্রের খবর, উড়িষ্যা সরকারের তরফে দ্রৌপদীর বাড়িতে বিদ্যুৎ পৌঁছনোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ সংযোগের দাবি জানাচ্ছিলেন। অবশেষে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে এখন এই গ্রামে থাকেন না দ্রৌপদী। প্রায় ২০ কিলোমিটার দূরে রায়রংপুরের বাসিন্দা রাষ্ট্রপতি পদপ্রার্থী।
জানা গিয়েছে, উপারবেদা গ্রামের দু’টি ভাগ রয়েছে, বাদশাহি ও ডুঙুরশাহি। এর মধ্যে বাদশাহিতে বিদ্যুৎ থাকলেও, অন্ধকারে ডুবে থাকে ডুঙুরশাহি। প্রায় ১৪টি বাড়িতে আজ পর্যন্ত বিদ্যুৎ আসেনি। গ্রামের এই এলাকাতেই থাকেন দ্রৌপদী মুর্মুর ভাইপো বিরাঞ্চি নারায়ণ টুডু। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। বিরাঞ্চি বলেছেন, ‘বহুদিন ধরেই আমরা বিদ্যুৎ সংযোগের জন্য চেষ্টা করছি। কিন্তু কেউই আমাদের কথা শোনেনি।’