সোমবার থেকে তিন দিনের সফরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার পূর্ব বর্ধমানের বর্ধমান শহর লাগোয়া গোদা বালির মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বিজেপিকে যেমন আক্রমণ শানান তিনি। কেন্দ্রীয় প্রকল্প বাংলার নামে চালিয়ে দেওয়া হয় বলে আগেই অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এনিয়ে কড়া বার্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার তা নিয়েই পালটা হুঙ্কার দিলেন মমতা। বাংলা আবাস যোজনার নামে টাকা না পেলে দিল্লী যাব।
সোমবার বর্ধমানের সভা থেকে হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানের সভা থেকে তিনি সাফ জানিয়ে দেন, বাংলার নাম দিয়ে প্রকল্প করলে কী দোষ! বলছে নাকি টাকা দেবে না বাংলার নাম থাকলে। মমতার হুঙ্কার, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখছে। দরকার হলে দিল্লী যাব। এভাবেই কার্যত কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রকল্পের নামকে কেন্দ্র করে দড়িটানাটানিতে নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে নানা চাপানউতোর চলেছে গত কয়েকদিনে। এবার কার্যত সেই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read: ভারি বর্ষণে জলমগ্ন ধূপগুড়ি! – প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্য কর্মীরা
Tweet: ভারি বর্ষণে জলমগ্ন ধূপগুড়ি! – প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্য কর্মীরা
mamata banerjee