ক্ষমতায় আসার পর থেকেই বাংলাজুড়ে নানান জনমুখী প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফলতা পেয়েছে সেই সব প্রকল্প। এদেরই অন্যতম হল ‘স্বাস্থ্যসাথী’। এবার এর গুরুত্ব ফের প্রমাণিত হল। হুগলী জেলার ধনেখালি ব্লকের গরিব দিনমজুর পরিবারের ছেলে ২৩ বছরের শেখ নৌশাদের নিখরচায় হৃদপিন্ড প্রতিস্থাপন হল স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে। এই অপারেশনের জন্য ও চিকিৎসা বাবদ পুরো ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। নৌশাদের বাড়ির লোকজনকে সেই খরচের এক পয়সাও দিতে হয়নি। স্বাস্থ্যসাথী ও ক্রাউড ফান্ডিং মিলিয়ে সমস্ত টাকা জোগাড় হয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্যসাথী কার্ডে হৃদয় প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম। যা সারা দেশে দৃষ্টান্ত হয়ে রইল।
প্রসঙ্গত, হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চলতি জুনের ৪ তারিখে এই অপারেশনের ঘটনা ঘটেছে। ওই হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জেন ডাঃ দেবাশিস দাসের নেতৃত্বে ওই অপারেশন সফল ভাবেই সম্পন্ন হয়। এখন বেশ ভালই আছে নৌশাদ। অপারেশনের পর হাওড়ার হাসপাতালে এসে একবার চেকআপও করিয়ে গিয়েছে সে। এখন বাড়িতে রয়েছে। কলকাতার এসএসকেএম হাসপাতালে মস্তিষ্কের মৃত্যু হওয়া এক রোগীর হার্ট চার ঘণ্টার অপারেশনে বসানো হয় নৌশাদের শরীরে। বাংলার বুকে হৃদয় প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম নয়। তবে স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতেও যে তা হতে পারে, নৌশাদের ঘটনাই তার প্রমাণ হয়ে রইল। যার ফলে ফের তাৎপর্যপূর্ণ হয়ে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প।
Read: বিরোধিতা করলেই ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে! – কেন ভয় দেখাবেন? রাউতের পাশে দাঁড়িয়ে সরব মমতা
Tweet: বিরোধিতা করলেই ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে! – কেন ভয় দেখাবেন? রাউতের পাশে দাঁড়িয়ে সরব মমতা
Mamata Banerjee