একনাথ শিন্ডের নেতৃত্বে একঝাঁক শিবসেনা বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন। আর তা নিয়ে রাজনৈতিক ডামাডোল চলছে মহারাষ্ট্রে। এরই মধ্যে ফের সঞ্জয় রাউতকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার তাঁকে মুম্বইয়ের ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। তা নিয়ে যখন মারাঠা মুলুক নতুন করে আন্দোলিত তখন বর্ধমানের সরকারি কর্মসূচি থেকে এ নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এমন পার্টি দেখেন কখনও? কথা বললেই ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে। এ ভাবে কখনও দেশ চলে? এ ভাবে কখনও গণতন্ত্র চলে?’
মমতা আরও বলেন, ‘আজকে মহারাষ্ট্রের এক নেতাকে দেখলাম ইডি নোটিস পাঠিয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। কেন ভয় দেখাবেন? চারিদিকে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। মানুষ এত ভয়ে থাকবেন কেন?’ উল্লেখ্য, এপ্রিল মাসে এই মামলাতেই সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। মহারাষ্ট্রে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার পিছনে কেন্দ্রীয় এজেন্সির চাপ রয়েছে বলে আগেই অভিযোগ করেছিল শিবসেনা। তাদের বক্তব্য, ইডি-সিবিআইকে দিয়ে চাপ তৈরি করিয়েছে বিজেপি। তার ফলেই একনাথ শিন্ডেরা বিদ্রোহ করেছেন। এই পরিস্থিতির মধ্যে সঞ্জয় রাউতকে ডাকা তারই ধারাবাহিকতা বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন শিবসেনা নেতারা। এদিন বর্ধমান থেকে সেই ইস্যুতেই আরও একবার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা নিয়ে সরব হলেন মমতা।
Read: নতুন চাল উদ্ধবের – বিদ্রোহী বিধায়কদের মন্ত্রীপদ থেকে সরাতে শুরু করলেন শিবসেনা প্রধান
Tweet: নতুন চাল উদ্ধবের – বিদ্রোহী বিধায়কদের মন্ত্রীপদ থেকে সরাতে শুরু করলেন শিবসেনা প্রধান
Mamata Banerjee