অব্যাহত ধোঁয়াশা। শিয়ালদহ মেট্রো নিয়ে অনিশ্চয়তার মেঘ ফের ঘনীভূত হল। বগত বছরের ২৮শে মার্চ ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালুর ছাড়পত্র দিয়েছিল। নিয়ম অনুযায়ী, অনুমতি পাওয়ার ৯০ দিনের মধ্যে মেট্রো চালু করতে হয়। তা না হলে ফের পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার ২৭শে জুন সেই ৯০ দিনের চূড়ান্ত সময়সীমা শেষ হয়েছে। দীর্ঘ তিনমাস ধরে চলল মোদী সরকারের নানান টালবাহানা। ফল? শিয়ালদহ মেট্রোর চাকা গড়াল না এখনও। ক্ষুব্ধ যাত্রীমহলও। নির্মাণ সম্পূর্ণ হাওয়ার পরেও কেন শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হল না, তা নিয়ে এমনিতেই রেল কর্মীদের ধন্দ তৈরি হয়েছে। এখন মেট্রো চালু করতে গেলে আবারও সিআরএসের কাছে আবেদন করতে হবে। প্রক্রিয়া ১৮০ দিনের মধ্যে সম্পন্ন না হলে আরও জটিলতা বাড়বে বলেই ইঙ্গিত ওয়াকিবহাল মহলের।
প্রসঙ্গত, সিআরএস কোন ছাড়পত্রের সময়সীমা নির্ধারিত সময়ের একবার বাড়াতে পারেন। পরিভাষায় যাকে রিভ্যালিডেট করা বলা হয়। সেক্ষেত্রে, আর সিআরএসের সশরীরে পরিদর্শনের দরকার পড়ে না। কিন্তু ছ’মাস পেরিয়ে গেলে ছাড়পত্র পেতে সিআরএসকে আবারও পরিদর্শন করতে হবে। উল্লেখ্য, চলতি বছরের ১৬ ও ১৭ই মার্চ সিআরএস লতিফ খান শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শনে এসেছিলেন। রিপোর্টে তিনি একাধিক বিষয়ের মোট ৯৮টি সুপারিশ করেছিলেন। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড সেগুলি সংশোধনও করে। তারপর ১৫ই এপ্রিল স্টেশন উদ্বোধনের কথা থাকলেও তা হয়নি। এরপর ৩০ ও ৩১শে মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় আসায়, তাঁর হাতেই শিয়ালদহ স্টেশন উদ্বোধন হওয়ার আশা করেছিলেন রেলকর্তারা। সে গুড়ে কার্যত বালি। রেলের তরফে সিআরএসের কাছে রিভ্যালিডেট করার কোন আবেদন এখনও পর্যন্ত জানানো হয়নি। যথারীতি প্রবল অনিশ্চয়তায় ডুবে শিয়ালদহের মেট্রোর ভবিষ্যৎ।
Read: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগে হস্তক্ষেপ করল না হাইকোর্ট – লিখিত পরীক্ষা বাংলা এবং নেপালিতেই হবে
Tweet: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগে হস্তক্ষেপ করল না হাইকোর্ট – লিখিত পরীক্ষা বাংলা এবং নেপালিতেই হবে
Sealdah Metro