অব্যাহত মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপোড়েন। এবার বিস্ফোরক দাবি করে বসলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে। তাঁর দাবি, গত ৩০শে মে একনাথ শিন্দেকেই মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, আদিত্য ঠাকরে বলেছেন, গত মাসেই শিন্দেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। “যদি বিজেপি এতে যুক্তই না থাকবে, তাহলে কেন তাদের লোকেরা ওই বিধায়কদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন?”, এদিন পদ্মশিবিরকে আক্রমণ করে এমনই প্রশ্ন তোলেন আদিত্য।
পাশাপাশি, উদ্ধব-তনয় জানিয়েছেন, বিধায়করা চলে যাওয়াতে তাঁদের নাকি ভালই হয়েছে। উদ্ধবের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেগেছেন শরদ পাওয়ারও। তিনি বলেন, যে বিধায়করা বলছেন তাঁদের নাকি এনসিপির সঙ্গে সমস্যা রয়েছে, সেটা স্রেফ বাহানা ছাড়া কিছু নয়। গত আড়াই বছরে তাঁরা কোথায় ছিলেন? “শিন্দে বলেছিলেন, একটি জাতীয় পর্যায়ের দল তাঁদের সমর্থন করছে। এখন পরিষ্কার, ওঁরা বিজেপির কথাই বলছিলেন”, জানান আদিত্য।
Read: এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডে লজ্জা – চলন্ত গাড়ির মধ্যে গণধর্ষণ মা ও মেয়েকে!
Tweet: এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডে লজ্জা – চলন্ত গাড়ির মধ্যে গণধর্ষণ মা ও মেয়েকে!
Maharashtra Crisis