সোমবারের সকাল। ব্যস্ততা মুখর দিনে সকাল সকাল ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনে ঢুকছিল একটি লোকাল ট্রেন। ট্রেনটির একটি কামরা আচমকা লাইনচ্যুত হয়ে যায়। তার জেরেই ঘটে বিপত্তি। স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল লোকাল ট্রেনের একটি কামরা। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে বর্ধমান স্টেশনে। তবে ওই ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। তার ফলে বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। সোমবার সকালে ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনে ঢুকছিল একটি লোকাল ট্রেন।
ওই ট্রেনটির সকাল ১০টা বেজে ৫ মিনিট নাগাদ বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু প্ল্যাটফর্মে ঢোকার আগে ট্রেনটির একটি কামরা আচমকা লাইনচ্যুত হয়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন জড়ো হয়ে যান। তবে ট্রেনটিতে সেই সময় কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ওই কামরাটি আপাতত সরানোর কাজ চলছে। তবে সেই কাজ সময়সাপেক্ষ বলেই মনে করা হচ্ছে। এর জেরে বর্ধমান জংশন থেকে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না বলেই রেল সূত্রে জানা গিয়েছে।
Read: রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তকেই সমর্থন করবে টিআরএস – ঐক্যবদ্ধ বিরোধী শিবির
Tweet: রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তকেই সমর্থন করবে টিআরএস – ঐক্যবদ্ধ বিরোধী শিবির
Burdwan Station