রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ মনোনয়ন দাখিল করবেন বিজেপি বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। বেলা একটা নাগাদ মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধী প্রার্থী দিতে অগ্রণী ভূমিকা নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ডাকেই দিল্লিতে প্রথম বৈঠকে কংগ্রেস-সহ দেশের ১৮টি দল যোগ দেয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে ফাঁকা মাঠ ছাড়া হবে না। সিদ্ধান্ত নেওয়া হয়, প্রার্থী দেবে অবিজেপি বিরোধী জোট। দ্বিতীয় বৈঠক ডাকেন শরদ পওয়ার। সেই বৈঠকেই ঠিক হয়, বিরোধীদের প্রার্থী হবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। এই সিদ্ধান্তে সিলমোহর পড়ার পর ২৭ জুন মনোনয়ন দাখিল করার দিনক্ষণ স্থির হয়।
এদিকে, বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু গত শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ তাবড় তাবড় নেতারা। তারাও যে কম যান না, তা বোঝাতেই বিরোধীপক্ষও একজোট হয়ে মনোনয়ন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়। থাকার কথা শুখেন্দু শেখর রায়-সহ তৃণমূলের একাধিক সাংসদ। কংগ্রেস, এনসিপি, সিপিআইএম, সিপিআই, ডিএমকে-সহ বিভিন্ন দলের হেভিওয়েট নেতৃত্ব যশবন্তের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে।
Read: Krishak Bandhu (Natun)-Agriculture
Tweet: Krishak Bandhu (Natun)-Agriculture
President Election