বুধবার বিধায়ক দলের বৈঠকে যোগ না দেওয়ার মূল্য চোকাতে হবে এবার গরহাজির শিবসেনা বিধায়কদের। জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নারহরি জিরওয়াল মন্ত্রী একনাথ শিন্ডে সহ ১৬ জন বিদ্রোহী বিধায়ককে নোটিস পাঠাবেন। বিদ্রোহী বিধায়কদের ২৬ শে জুন, বিকেল ৫ টার মধ্যে প্রতিক্রিয়া এবং তাদের বক্তব্য জানাতে বলা হবে।
সূত্রের খবর, মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহী বিধায়কদেরও মহারাষ্ট্র বিধানসভায় শারীরিকভাবে উপস্থিত থাকতে বলা হবে। শিন্ডে তার নেতৃত্বাধীন দলটিকে ‘আসল শিবসেনা’ বলে দাবি করার পরে এই ঘটনা ঘটে। তিনি বলেছিলেন যে তাঁর সমর্থকরা বরখাস্ত হওয়ার হুমকি নিয়ে ভয় পাবে না। বৃহস্পতিবার গভীর রাতে পোস্ট করা টুইটে শিন্ডে বলেন সংবিধানের দশম তফসিল অনুসারে, একটি দলীয় হুইপ আইনসভার কার্যক্রমের জন্য জারি করা হয় এবং সভায় যোগ দেওয়ার জন্য নয়।