ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখাতেও এবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পথেই এগোতে চাইছে কেন্দ্র। আনা হয়েছে নতুন প্রকল্পও। কেন্দ্রীয় সরকারের সেই ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতাতে গোড়া থেকেই উত্তাল দেশ। রেলপথ, সড়ক অবরোধ করে বিভিন্ন জায়গায় চলেছে প্রতিবাদ-বিক্ষোভ।
এসবের মধ্যেই নতুন আশ্বাস নিয়ে এগিয়ে এসেছিলেন দেশের অন্যতম শিল্পপতি আনন্দ মাহিন্দা। জানিয়েছিলেন, ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় চার বছর চাকরির পরে কর্পোরেট চাকরিতে অগ্রাধিকার পাবেন অগ্নিবীরেরা। টুইটারে এ নিয়ে একটি পোস্টও করেন তিনি। সেই পোস্টের তলায় অনেকেই এ ব্যাপারে জানতে চেয়েছেন। তাঁর সংস্থায় ঠিক কী ধরনের পদে বহাল হতে চলেছেন অগ্নিবীরেরা, এ নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকেই।
আর সেই টুইটের প্রেক্ষিতেই এবার বিপাকে পড়লেন শিল্পপতি। উঠল প্রশ্নও। একই সঙ্গে সামনে এল পরভিন কুমার তেওটিয়া নামে এক প্রাক্তন সেনাকর্মীর জীবনযুদ্ধের গল্প। ২৬/১১ মুম্বই হামলার সময়ে তাজ হোটেলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। বাঁচিয়েছেন অসংখ্য মানুষের প্রাণ। এত বড় দায়িত্বে থাকা সেই মানুষটিই গত ১৫ বছর ধরে কর্মহীন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে এখনও পর্যন্ত কোনও উপযুক্ত কাজের সন্ধান পাননি তিনি। আনন্দ মাহিন্দার কাছে তাঁর প্রশ্ন, এতদিনে কেন তাঁকে কোনও চাকরি দেননি শিল্পপতি? শুধু পরভিনই নন, তাঁর মতো অবসরপ্রাপ্ত বহু সেনাকর্মীরই একই দশা বলে দাবি করেন তিনি।
প্রাক্তন নৌসেনা প্রধান অরুণ প্রকাশেরও একই প্রশ্ন শিল্পপতির কাছে। অরুণের জিজ্ঞাসা, কেন নতুন প্রকল্পের জন্য অপেক্ষা করছেন আনন্দ মাহিন্দ্রা? অসংখ্য সেনা জওয়ান ও অফিসার ব়্যাঙ্কের কর্মীরা অবসর নিচ্ছেন প্রতিবছর। তাঁদের জন্য এতদিনে কেন চাকরির ব্যবস্থা করেনি মাহিন্দ্রা গ্রুপ। পাশাপাশি ওই সংস্থার নিয়োগের পরিসংখ্যানও দাবি করে বসেছেন তিনি। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি শিল্পপতি।