‘অগ্নিপথ’ নিয়েও ফের সরব হলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। অগ্নিবীরদের পেনশনের দাবিতে সোচ্চার হয়ে বরুণ জানালেন, অগ্নিবীরদের জন্য পেনশন চালু না হলে তিনিও পেনশন ছেড়ে দেবেন।
শুক্রবার তিনি টুইটারে লেখেন, ‘স্বল্পমেয়াদি সেবাকাজে নিযুক্ত অগ্নিবীররা যদি পেনশনের যোগ্য না হন, তাহলে জনপ্রতিনিধিদের এই ‘সুবিধা’ দেওয়া হবে কেন? রাষ্ট্রের রক্ষাকারীদের পেনশনের অধিকার না দিলে আমিও আমার পেনশন ছেড়ে দিতে প্রস্তুত। বিধায়ক/ সাংসদরা কি নিজেদের পেনশন ছেড়ে দিয়ে এটা নিশ্চিত করতে পারেন না যে, অগ্নিবীরদের পেনশন দিতে হবে’।
উল্লেখ্য, দেশজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের অগ্নিপথ প্রকল্প নিয়ে। ইতিমধ্যেই ১১ বার অগ্নিপথের বিভিন্ন নিয়মে বদল করেছে কেন্দ্র। প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রী, তিন সেনাপ্রধান সকলেই অগ্নিপথের সুফল বোঝাতে মাঠে নেমেছেন কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। চাকরির ভবিষ্যৎ নিয়ে ক্রমশই দুশিন্তা বাড়ছে যুবসমাজের। প্রশ্ন উঠেছে, কেন পেনশন দেওয়া হবে না অগ্নিবীরদের। এবার সেই প্রসঙ্গেই মোদী সরকারকে অস্বস্তিতে ফেললেন তাঁরই দলের বিতর্কিত সাংসদ।