সফরের প্রথম ম্যাচেই জিতল ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৪ রানে হারালেন হরমনপ্রীতরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৮ রান করে ভারত। জবাবে শ্রীলঙ্কা তুলল ৫ উইকেটে ১০৪ রান। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন জেমাইমা রদরিগেজ। ২৭ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। তিনটি ৪ এবং একটি ছক্কা মারেন জেমাইমা। ম্যাচের সেরাও তিনি। জেমাইমা নিজের পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন রোহিত শর্মা এবং ঋষভ পন্থকে। পাশাপাশি ভারতের হয়ে উল্লেখযোগ্য রান করেছেন ওপেনার শেফালি ভার্মা। ৩১ রান করেন তিনি। অধিনায়ক হরমনপ্রীত করেছেন ২২ রান। শ্রীলঙ্কার সফলতম বোলার ইনোকা রানাওয়েরা ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন। জবাবে শ্রীলঙ্কার কোনও ব্যাটারই তেমন রান পেলেন না। একমাত্র কবিশা দিলহারী করেন ৪৯ বলে ৪৭ রান। ২২ রানে ২ উইকেট নিয়েছেন রাধা যাদব।
উল্লেখ্য, এদিন পাঁচ নম্বরে নেমে চাপের মুখে দুরন্ত ব্যাটিং করেছেন জেমাইমা। তিনি যখন নামেন ভারতের রান সে সময় ৩ উইকেটে ২৭। জেমাইমা বলেছেন, “গত চার-পাঁচ মাসে নিজের খেলাটা অনেক ভাল বুঝতে পারছি। এখন মাথা ঠান্ডা রাখতে শিখেছি। দল থেকে বাদ পড়ার পরেই ফিরে আসার প্রস্তুতি শুরু করি। এই ইনিংসটা আমার জন্য গুরুত্বপূর্ণ। চার-পাঁচ মাস পরে দলে ফিরে রান পাওয়ায় ভাল লাগছে।” উইকেট ব্যাট করার জন্য সহজ ছিল বলেও জানিয়েছেন তিনি। এর আগে ছন্দে না থাকায় ভারতীয় দল থেকে বাদ পড়েন জেমাইমা। সে সময়ই রোহিতদের সঙ্গে কথা বলেন তিনি। “গত বারের শ্রীলঙ্কা সফর থেকেই আমার কোনও কিছু ঠিকঠাক হচ্ছিল না। উত্থান-পতন সবার জীবনেই থাকে। সে সময় রোহিত, ঋষভের সঙ্গে কথা বলি। ওরাই আমাকে বলেছিল, এই সময়টাই আমার ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ হতে পারে। দল থেকে বাদ গেলে ভেঙে না পড়তে। বিষয়টাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলে ওরা”, জানিয়েছেন জেমাইমা।