এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এনডিএ শাসিত বিহারে অবস্থিত জাতীয় সড়কের শোচনীয় অবস্থার ভিডিয়ো। একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের অবস্থা যে এমন হতে পারে, তা দেখে কপালে চোখ উঠেছে নেটিজেনদের। ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটকুশলী প্রশান্ত কিশোরের টুইটারে হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, একটি রাস্তার অবস্থা খুবই খারাপ। উপর থেকে তোলা সেই ভিডিয়োতে রাস্তার যে অবস্থা দেখা যাচ্ছে তা রীতিমতো ভয়ংকর। রাস্তার মধ্যে পরপর বিরাট বিরাট সাইজের গর্ত। সেই গর্ত দেখে মনে হচ্ছে এক একটি বিশাল সাইজের পুকুর।
জানা গিয়েছে, ভিডিয়োদ সেই রাস্তা বিহারের ২২৭ নম্বর জাতীয় সড়ক। সেই রাস্তার এমন ভয়ংকর অবস্থা হয়ে রয়েছে বিহারের মধুবনির সামনে। বিহারের সেই জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। কারন সেটি যুক্ত করেছে কালুয়াহি-বাসোপাত্তি-হারলাখিকে। জানা গিয়েছে যে, ভাইরাল সেই ভিডিয়োটি তুলেছেন প্রবীণ ঠাকুর নামের এক সাংবাদিক। পিকে ভিডিয়োটি টুইট করে জানিয়েছেন, ‘বিহারের মধুবনী জেলার এই জাতীয় সড়ক ৯০-এর দশকের জঙ্গলরাজে বিহারের রাস্তাগুলির অবস্থার কথা মনে করিয়ে দেয়।’