ভারতীয় চলচ্চিত্রে অসীম অবদান। কিংবদন্তি পরিচালক তরুণ মজুদার। বয়স ৯২ বছর। ভুগছেন কিডনিজনিত সমস্যায়। ৯২ বছর বয়সী পরিচালকের কিডনিজনিত সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। অভিজ্ঞ চিকিৎসকদের টিম তাঁর চিকিৎসা করছে। প্রবাদপ্রতিম পরিচালকের আরোগ্য কামনা করছে বাংলার শিল্পীমহল। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য চারটি জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ১৯৫৯ সালে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গে ‘চাওয়া পাওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তরুণ মজুমদার। বৃহস্পতিবারই তরুণ মজুমদারকে হিমোডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতোই আজ দ্বিতীয়বার হিমোডায়ালিসিস হবে তাঁর। এখনও সঙ্কটজনক বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার।
শুক্রবার দ্বিতীয় হিমোডায়ালিসিস হবে তাঁর। এরপর যদি পরিচালকের স্বাস্থ্যোন্নতি আশানুরূপ হয়, তাহলে গলায় পরানো টিউব খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। বৃহস্পতিবারইতরুণ মজুমদারকে হিমোডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতোই আজ দ্বিতীয়বার হিমোডায়ালিসিস হবে তাঁর। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ‘দাদার কীর্তি’র স্রষ্টা। কিডনি, ফুসফুসের সমস্যা-সহ একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন পরিচালক। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টলিউড। সঙ্কটজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার। ৯২ বছর বয়সি অসুস্থ পরিচালককে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।