এতদিন পদাধিকার বলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হতেন রাজ্যপাল। তবে সম্প্রতি সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরাতে বিল পাশ হয়েছে। এবার আরও একটি ট্রাইব্যুনাল থেকে রাজ্যপাল জগদীপ ধনকরকে সরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেন্যান্সি ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২ আজ বিধানসভায় পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজই বিলটি পাশ করাতে উদ্যোগী হয়েছে শাসক দল। আর তা হলে এর পর থেকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারবিভাগীয় সদস্যদের নিয়োগ করবে রাজ্য সরকার।
প্রসঙ্গত, বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর। প্রায় প্রতিদিনই পালা করে রাজ্য সরকারকে উত্ত্যক্ত করতে দেখা যায় তাঁকে। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক পদ থেকে রাজ্যপালকে সরাতে উদ্যোগী হয়েছে শাসক দল তৃণমূল। আচার্য পদ থেকে সরাতে বিল পাশের পর এবার দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেন্যান্সি ট্রাইব্যুনাল (অ্যামেন্ডমেন্ট) বিল। এতদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার সাপেক্ষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং বিচারবিভাগীয় সদস্যদের নিয়োগ করতেন রাজ্যপাল। সেই ‘অধিকার’ রাজ্য সরকারের কাছে আনতেই বিলে সংশোধনী আনছে রাজ্য সরকার। এই সংশোধনী বিল অনুসারে, হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করবে রাজ্য সরকার।