লাগাতার বৃষ্টির জেরে আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে আসামের বন্যা পরিস্থিতি। যার ফলে অব্যাহত মৃত্যু মিছিল। বন্যার জেরে ৫৪ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ৩২টি জেলার চার হাজার ৯৪১টি গ্রাম বানভাসি। কিন্তু এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বন্যা পরিস্থিতি সামলানোর বদলে রাজধানী গুয়াহাটির বিলাসবহুল হোটেলে ঠাঁই নেওয়া মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের তুষ্ট করতে ব্যস্ত বলে অভিযোগ উঠেছে। তবে গুজরাতের সুরাত থেকে একনাথ শিন্ডে সহ বিক্ষুব্ধ শিবসেনা বিধায়করা গুয়াহাটিতে এসে যে ঘাঁটি গেড়ে রয়েছেন সেই খবর নাকি জানেনই না হিমন্ত৷ মহারাষ্ট্রের বিধায়কদের আসামে ঘাঁটি গাড়া নিয়ে তাঁর সরকারের কিছু করণীয় নেই বলেও দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী৷
সংবাদসংস্থা এএনআই-কে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘আসামে অনেক ভাল ভাল হোটেল রয়েছে৷ যে কেউ সেখানে এসে থাকতে পারেন৷ তাতে কোনও সমস্যা নেই৷ মহারাষ্ট্রের বিধায়করা অসমে এসে রয়েছেন কি না, তাও আমি জানি না৷ অন্যান্য রাজ্যের বিধায়করাও আসামে এসে থাকতে পারেন৷’ একনাথ শিন্ডের হাতে ইতিমধ্যেই ৩৭ জন বিধায়কের সমর্থন চলে এসেছে৷ সবমিলিয়ে ৪২ জন বিধায়কের সমর্থন রয়েছে শিন্ডের সঙ্গে৷ গুয়াহাটির কাছেই একটি হোটেলে এই বিধায়কদের নিয়ে উঠেছেন শিন্ডে৷ সারাদিনই গোটা দেশের সংবাদমাধ্যমে সেই সংক্রান্ত খবর, ছবি দেখানো হচ্ছে৷ অথচ সেই খবরই নাকি নেই আসামের মুখ্যমন্ত্রীর কাছে৷ বিজেপির বিরুদ্ধে ওঠা ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগকে মিথ্যা প্রমাণ করতেই হিমন্ত যে নির্জলা মিথ্যে বলছেন, সে কথা বলাই বাহুল্য।