মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এখনও কাটেনি সরকারের জট। এরই মধ্যে নতুন দাবি করেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে। তিনি দাবি করেছেন, প্রকৃত শিবসেনার নেতা তিনিই। শিবসেনার যে রাজনৈতিক আদর্শ থাকার কথা, তা অনুসারে বিজেপি-র সঙ্গেই শিবসেনার প্রকৃত জোট হওয়ার কথা। এই পরিস্থিতিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন, ‘’আমরা মহা বিকাশ আগাড়ি ছাড়তে প্রস্তুত। তার আগে বিক্ষুব্ধরা মুম্বই ফিরুন।’ এহেন পরিস্থিতিতে এবার মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিজেপি গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিচ্ছে।’
এখানেই শেষ নয়, মমতার আক্রমণ, ‘রাষ্ট্রপতি নির্বাচন আছে। ১ লাখ ভোটে পিছিয়ে আছে ওরা। তাই তারা এই সময়কে বেছে নিলেন। সিবিআই কেসে সবাইকে অ্যারেস্ট করাচ্ছে। যদিও আমাদের পার্টের ২০০ জনকে নোটিশ দিয়েছে। টাকার কোনো লিমিটেশন নেই। এটা কি কোনও দুর্নীতি নয়?’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘আসামের বদলে এ রাজ্যে পাঠাতে পারতেন। আমি তাদের ভালো পরিষেবা দিতাম। আমি গণতন্ত্র নিয়ে সন্দেহের মধ্যে আছি। আমরা বিচার চাই। উদ্ধব ঠাকরের জন্য বিচার চাই। একটা রাজ্য সরকারের বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। অনৈতিক ভাবে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে’।