‘দ্য গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’ তথা জিসিএমএমএফের সদর দফতরে কর্মরত সোধি। ২০১০ সাল থেকেই তিনি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের পদে রয়েছেন।পথ দুর্ঘটনায় আহত হলেন সেই ‘আমুল’ কর্তা আরএস সোধি। বুধবার রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সোধি গুজরাটের আনন্দ-বাকরোল রোডে দুর্ঘটনার সম্মুখীন হন। তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। এই প্রসঙ্গে পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্ট বিডি জাডেজা জানাচ্ছেন, ”বুধবার রাত ৯টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছিল।
অজানা কারণেই আচমকা ওঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে সোধি ও গাড়ির চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁরা দু’জনেই আপাতত বিপদ মুক্ত ক্ত। ভয়ের কিছু নেই।” উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের তরফে প্লাস্টিকের সরু স্ট্র নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই আমুলের তরফে কেন্দ্রের কাছে আরজি জানানো হয়, এখনই ওই সিদ্ধান্ত কার্যকর না করতে। এতে কৃষক ও দুধ ব্যবসায়ীদের উপরে নেগেটিভ প্রভাব পড়বে। ২৮ মে লেখা একটি চিঠিতে ওই আরজি জানানো হয়েছে। ১ জুলাই থেকে ওই স্ট্র নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে।