‘স্যার আমাদের ঢুকতে বাধা দিল। ওরা বাইরে থেকে এসেছে।’ ভোট দিয়ে আসা মাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী ডা. মানিক সাহাকে প্রশ্ন করলেন সাংবাদিক। দৃশ্যত অস্বস্তিতে মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আমি দেখছি। অভিযোগ উপনির্বাচনে সন্ত্রাস শুরু হয়েছে চারটি কেন্দ্রে।
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বিধায়ক নন। ব্যাপক সন্ত্রাসের অভিযোগে আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে পদচ্যুত করিয়েছে বিজেপি। দায়িত্ব পেয়েছেন মানিক সাহা। তিনি জিতে বিধায়ক হতে মরিয়া।
ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে বেলা গড়াতেই আসতে শুরু করেছে বুথ দখলকারীদের জমায়েত খবর, রিগিং চেষ্টার অভিযোগ। আরও অভিযোগ, ভোট শুরু থেকে একের পর এক বুথে ইভিএম খারাপ হবার জন্য দীর্ঘ সময় ধরে ভোটারদের দাঁড়াতে হচ্ছে। অনেকে ভোট না দিয়ে ফিরছেন। তাঁরা বলছেন, ইভিএম খারাপ নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই। জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে।
আগরতলা-৬, টাউন বড়দোয়ালি, যুবরাজনগর ও সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মানে আগামী বিধানসভা ভোটের সেমিফাইনাল। রাজ্যের শাসক বিজেপি, প্রধান বিরোধী দল সিপিআইএমের মধ্যে মূল লড়াই। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও উপজাতি দল তিপ্রা মথা লড়াই করছে।
Read: মহারাষ্ট্র সরকার ফেলার কথা না ভেবে, বন্যা দুর্গতদের কথা ভাবুন – হিমন্তকে তীব্র আক্রমণ অভিষেকের
Tweet: মহারাষ্ট্র সরকার ফেলার কথা না ভেবে, বন্যা দুর্গতদের কথা ভাবুন – হিমন্তকে তীব্র আক্রমণ অভিষেকের
Election