সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর অবশেষে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের ব্যবস্থা হয়েছে তাঁদের। কিন্তু কোলের সন্তানকে বাড়িতে ফেলে রেখে তো আর বাড়িতে বাইরে অতটা সময় কাটানো যায় না। আর তাই বৃহস্পতিবার সকালে কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়েই সিজিও কমপ্লেক্সে প্রবেশ করতে দেখা গেল অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের সময়েও কোলেই রাখতে হয়েছে আড়াই বছরের আয়াংশকে। প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই সন্তান। বড় মেয়ে আজানিয়াকে আগেও জনসমক্ষে দেখা গিয়েছে। তবে ছোট ছেলে আয়াংশকে সচরাচর দেখা যায়না। কিন্তু এ দিন আয়াংশকে নিয়ে আসেন রুজিরা।
সূত্রের খবর, রুজিরার সন্তানকে আলাদা ঘরে সরিয়ে রেখেই প্রশ্ন করতে চেয়েছিলেন গোয়েন্দারা। কিন্তু আয়াংশ নাছোড়বান্দা। মার কাছ থেকে কোনও ভাবেই শিশুকে আলাদা করা যাচ্ছে না। সরালেই সে ব্যাপক কান্নাকাটি করছে। অগত্যা বাচ্চা কোলে নিয়েই প্রশ্নের মুখোমুখি হয়েছেন রুজিরা। এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন রুজিরা। সূত্রের খবর, এ দিন সকালে সন্তানকে বাড়িতে রেখে আসার উদ্যোগ নেন রুজিরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। সূত্রের খবর, অভিষেক কন্যা আজানিয়া তুলনায় কিছুটা বড় হওয়ায় স্বাবলম্বী হলেও আয়াংশ মায়ের কোল ছাড়া থাকতে অভ্যস্ত নয়। বাচ্চাদের দেখাশোনার জন্য বাড়িতে একাধিক লোক থাকলেও, বৃহস্পতিবার তাঁদের হাতে আড়াই বছরের আয়াংশকে ছেড়ে আসতে পারেননি রুজিরা। চেষ্টা করলেও আয়াংশকে কিছুতেই থামানো যাচ্ছিল না। অগত্যা বাধ্য হয়েই সন্তানকে নিয়েই সিজিও-তে এসেছেন রুজিরা। কিন্তু সেখানেও একই ছবি। মা ছাড়া কারও কোলে যেতেই নারাজ আয়াংশ।
Rujira Banerjee