মহারাষ্ট্রে বিজেপি বিধায়ক ভাঙানোর খেলা শুরু করতেই চরমে উঠেছে রাজনৈতিক ডামাডোল। আরব সাগরের তীরে কার রাজত্ব থাকবে, তা নিয়ে তুমুল টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার আভাস দিয়েছেন উদ্ধব ঠাকরে। বুধবার রাতেই সরকারি বাসভবন ছেড়েও চলে যান তিনি। এদিকে, মহা আগাড়ি জোটের দুই জোটসঙ্গী কংগ্রেস ও এনসিপিও সঙ্কট মেটানোর উপায় খুঁজতে বৈঠকে বসে। সূত্রের খবর, সরকার বাঁচাতে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী করা হোক, এমনটাই চায় তারা।
বালা সাহেব ঠাকরের দেখানো হিন্দুত্ববাদের পথে চলছে না শিবসেনা, এই অভিযোগেই সরব হয়েছেন শিবসেনা নেতা তথা নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে। বিধান পরিষদের ফল প্রকাশের পরই বিপুল সংখ্যক বিধায়কদের নিয়ে গুজরাতে উড়ে যান একনাথ শিন্ডে। সেখানে তাদের সঙ্গে কথা বলার জন্য শিবসেনার দুই প্রতিনিধি পাঠানো হলেও, বরফ গলেনি। ৪০ জনেরও বেশি বিধায়কদের নিয়ে তিনি বুধবার পৌঁছন আসামের গুয়াহাটিতে। আপাতত সেখানের ফোর্ট র্যাডিসন ব্লু-তে রয়েছেন তাঁরা। কংগ্রেসের হাত ছেড়ে বিজেপির হাত ধরুক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এমনটাই দাবি তাঁর। কিন্তু সেই দাবি মানতে নারাজ উদ্ধব ঠাকরে। এই অস্থির পরিস্থিতির মধ্যেই কংগ্রেসের সঙ্গে জরুরি বৈঠকে বসেন এনসিপি নেতা শরদ পাওয়ার। ওই বৈঠকেই একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদ দেওয়ার কথা উঠে এসেছে। শিবসেনার অন্তর্দ্বন্দ্ব মেটানোর এটিই একমাত্র পথ বলে দাবি তাঁদের।