অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের দৌরাত্ম্য বেড়েই চলেছে মার্কিন মুলুকে। কিছুদিন আগেই যেমন টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুকবাজের নিশানার মুখে পড়তে হয়েছিল খুদে পড়ুয়াদের। মৃত্যু হয়েছিল ১৯ জন পড়ুয়া সহ ২১ জনের। তার পরপরই ওকলাহোমার তুলসায় হাসপাতালে বন্দুকবাজের গুলিতে চার জন মারা যান। এবার ফের আমেরিকায় বন্দুকবাজের দাপট। এবারের ঘটনাস্থল খাস ওয়াশিংটন ডিসি। মিউজিক কনসার্টের অদূরে জনবহুল এলাকায় এলোপাথাড়ি গুলিতে জখম এক পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজন। পরে এক নাবালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেয় তারা।
উত্তর ওয়াশিংটনের ইউ স্ট্রিটে রবিবার সন্ধ্যায় জমজমাট মিউজিক কনসার্টের আসর বসেছিল। স্থানীয় ভাষায় যা ‘মোচেলা’ বলে অধিক পরিচিত। তার কাছাকাছিই ভিড় জমেছিল। উৎসাহী জনতা গান শুনতে এসেছিলেন। আর সেই ভিড়ের মাঝে আচমকাই ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক বন্দুকবাজ। কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীও গুলিতে জখম হন। এছাড়া বেশ কয়েকজন সাধারণ মানুষের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে ওয়াশিংটন মেট্রোপলিটান পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, জখম বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সংকটজনক। এর মধ্যে এক কিশোরের মৃত্যুর খবর নিয়েও শোরগোল পড়ে যায়। জানা যাচ্ছে, ওই কিশোরের বয়স ১৫ বছর।