দিনকে দিন বাড়ছে মাদকের প্রতি আসক্তি। এবং বাচ্চা থেকে বুড়ো সকলের মধ্যেই দেখা যাচ্ছে এই প্রবণতা। সেখান থেকে অপরাধ করার একটা চান্স তৈরি হচ্ছে এবং ক্রমশ অন্ধকারের পথে এগিয়ে চলেছে মূল যুব সমাজ। তাই, মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী মাদক বিরোধী প্রচার কর্মসূচি নিয়েছে কলকাতা পুলিশ। সেই প্রচার অভিযানের এদিন কলকাতা পুলিশের তাঁবুতে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা পুলিশ গোটা সপ্তাহ জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে এই প্রচার চালাবে। সাইকেলে করে ও ট্যাবলো সাজিয়ে এই প্রচার করবে। বহু যুবক যুবতীকে এই প্রচারে সামিল করছে কলকাতা পুলিশ।
মূল উদ্দেশ্য একটাই, যুব সমাজকে মাদক আসক্তি থেকে দূরে সরানো। এই প্রচার গোটা শহর জুড়ে চলবে। আগামী ২৬ জুন পর্যন্ত এই প্রচার চালানো হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সৌরভ। তিনি বলেন, “মাদক অবশ্যই যুব সমাজের ক্ষেত্রে আতঙ্ক ও ভয়ের পরিস্থিতি তৈরি করছে। মাদক বিরোধী এমন উদ্যোগ নেওয়ার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “শুধু কলকাতা পুলিশ এগিয়ে এলে হবে না। এখানে সমাজের সর্বাত্মকভাবে সকলের অংশগ্রহণ প্রয়োজন।” এদিনের প্রচারের সৌরভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সাংসদ দেব, আবির চট্টোপধ্যায়, দেবলীনা সহ আরও অনেকে। ছিলেন নগরপাল বিনীত গোয়েল। সকলে মিলে এদিনের প্রচার অভিযান শুরু করেন।