ময়দান ছেড়ে যাবেন না। ত্রিপুরা জয়ের লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করতে নেমেছে। সেই লক্ষ্যেই আপনাদের এগিয়ে যেতে হবে। ভোট প্রচারে এসে দলীয় প্রার্থী ও কর্মীদের উদ্দেশ্যে এই কথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার সন্ধ্যাতেই ত্রিপুরায় এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন। তৃণমূলের অভিযোগ, বারবার তাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। মারধর করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, বারবার আক্রান্ত হচ্ছেন ৷ তবুও মাঠে নেমে লড়াই করার ডাক দিলেন অভিষেক। এদিন তিনি জানিয়েছেন, ‘আমরা ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই ৷ ত্রিপুরা রাজ্য শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই।’
প্রসঙ্গত, তৃণমূলের দুই মহিলা প্রার্থী আক্রান্ত হওয়ার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশন ও পুলিশের কাছে ৷
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ একটি রোড শো এবং একটি জনসভায় অংশ নিতে এর আগে ১৪ জুন ত্রিপুরা সফর করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সুরমার শান্তির বাজারে জনসভা করবেন বিকেলে। আগরতলায় ইতিমধ্যেই রয়েছেন তৃণমূলের এক ঝাঁক নেতা-নেত্রী। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার মানুষের সঙ্গে কথা বলবেন। তিনি ত্রিপুরায় পরিবর্তন আনতে এবং যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছতে আগ্রহী।’