সারা দেশের মধ্যে ফের তাৎপর্যপূর্ণ সাফল্য পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আরো একবার ভারতসেরা হল বাংলা। জাতীয় স্তরের পুরস্কার পেল রাজ্যের একাধিক দফতর। অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে স্কচ পুরস্কার ছিনিয়ে নিল বাংলা। এর আগেও একাধিকবার রাজ্যের শিক্ষা, শিল্প, পর্যটন দফতর আগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। এবার অসাধারণ কাজের জন্য এই সম্মান পেল রাজ্যের পরিবহণ দফতর। শনিবার দিল্লীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্য পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা সরকারের তরফে এই স্কচ পুরস্কার নেন।
এর পাশাপাশি এদিন ঘোষণা করা হয়েছে, বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগেও সেরার সম্মান আসছে বাংলার ঝুলিতে। রাজ্যের অর্থ দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরও এর আগে এই স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। কয়েকদিন আগেই শিক্ষায় শীর্ষ স্থান দখল করার জন্য বাংলার ঘরে স্কচ পুরস্কার আসে। সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলার শিক্ষা ব্যবস্থা। উল্লেখ্য, ‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০২১’ ক্যাটাগরিতে শীর্ষস্থান পায় বাংলা।