অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বুধবার থেকেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। চলমান বিক্ষোভে বিহারে সবচেয়ে বেশি হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই অগ্নিপথ-প্রতিবাদ অব্যাহত শনিবারও। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদ ঘিরে বিহারের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে। বিহারের জেহানাবাদে বাস, লরিতে আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। এবার সেই কেন্দ্রীয় সরকারি প্রকল্প ‘অগ্নিপথ’ -এর প্রতিবাদে অশান্তির আগুন ছড়াল বাংলাতেও। শনিবার সকালে ফের ছাত্রদের বিক্ষোভ-রেল অবরোধে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলা। এদিন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেট আটকে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ দেখান ছাত্র-যুবরা। রেললাইনে এই বিক্ষোভ-অবরোধের জেরে শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা ‘অগ্নিপথ’ -এর প্রতিবাদের আগুন এবার ছড়িয়ে পড়ল বাংলাতেও। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের পর শনিবার রেল অবরোধ হল। ছাত্র-যুবরা একেবারে ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেট আটকে বিক্ষোভ দেখান।
রেললাইনে নেমেও বিক্ষোভ-অবরোধ দেখান অধিকাংশ ছাত্র। যার জেরে এদিন সকাল থেকেই শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। আপ ও ডাউন লাইনে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অগ্নিপথ বিলের তীব্র প্রতিবাদ জানানো পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বিষ দাও স্লোগানও তুলেছে। সকাল থেকে ছাত্রদের বিক্ষোভ-রেল অবরোধের জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ‘অগ্নিপথ’ -এর প্রতিবাদে দেশজুড়ে চলা আন্দোলনের রেশ ধীরে-ধীরে বাংলাতেও পড়তে চলেছে। শুক্রবারই উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর স্টেশনে রেললাইনে নেমে বিক্ষোভ দেখিয়ে রেল অবরোধ করেন ছাত্র-যুবরা। পুলিশি তৎপরতায় অবশ্য সেই অবরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এবার এদিন সকাল ১০টা নাগাদ ব্যারাকপুর স্টেশনে বিক্ষোভ দেখালেন ছাত্র-যুবরা। ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্টেশন চত্বরে রেললাইনে নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন ছাত্র-যুবরা। যার জেরে শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। আপ ও ডাউন লাইনে একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দিনের ব্যস্ত সময়ে ফলে চরম সমস্যায় পড়েন অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীরা।