নির্ঘন্ট সময়ের আগেই উত্তরবঙ্গ ঢুকে গেছে বর্ষা। এই মুহুর্তে উত্তরবঙ্গ কার্যত ভেসে যাচ্ছে। সমস্যায় পড়েছেন ওখানকার এলাকাবাসীসহ পর্যটকরা। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ছিটেফোঁটা নেই। বর্ষা এখনও অধরা। কবে আসবে বর্ষা? অপেক্ষায় দিন গুনছে মানুষজন। ১১ জুন বর্ষা ঢোকার কথা থাকলেও এখনও তার মুখ দেখল না দক্ষিণবঙ্গ। মাঝে দু’দিন বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে নাকাল হতে হচ্ছে। বাতাসে আর্দ্রতাও বেশি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা আর তার টানে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে উত্তর ছেড়ে দক্ষিণের পথে গতি কমেছে মৌসুমী বায়ুর।
তাই মৌসম ভবনের নির্ধারিত ছ’দিনের সময় পেরিয়ে গেলেও বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে। তবে রবিবার নাগাদ গাঙ্গেয় বঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই বিহার এবং ওড়িশাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার এবং ওড়িশার বাকি অংশ এবং উত্তরপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা। এদিকে পাহাড়ে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও।