দীর্ঘদিন ধরেই দলের একাংশ পতাকার পরিবর্তনের দাবি তুলছিলেন। মাদুরাই কাউন্সিলে সিদ্ধান্ত গ্রহনের প্রস্তাবও এসেছিল। তবে সর্বসম্মতভাবে সেই প্রস্তাব গ্রহণ করা যায়নি বলে তখন স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে ভুবনেশ্বর কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পতাকা পরিবর্তনের সিদ্ধান্ত হয়। যার ফলে এবার পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরিয়ে দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। ২২ জুন দলের প্রতিষ্ঠা দিবসে নতুন পতাকার ব্যবহার শুরু হবে। তবে পতাকার রং লালই থাকছে। মূল প্রতীক ‘লম্ফমান বাঘ’ও সরছে না।
কিন্তু যেখানে কমিউনিস্ট পার্টি বা বামপন্থী দল এই প্রতীক ব্যবহার করে থাকে, সেখানে কেনও সরানো হচ্ছে এই প্রতীক? দলের রাজ্য সম্পাদক জানিয়েছেন, ‘আমরা কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সঙ্গে যেহেতু নেই সেহেতু পতাকার অংশটুকু পরিবর্তন করলাম। আমরা কৃষক ও শ্রমিকের পাশে দাঁড়িয়ে লড়ব। সুভাষ চন্দ্র বসু ভারতে সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন কৃষি ও শিল্পে। তাই এটাকেই গুরুত্ব দিয়ে দেখবে দল। অনেকে বিব্রত হচ্ছে এটা শ্রমিক শ্রেণীর পার্টি রইল না। বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পার্টি তৈরি হল। তাঁরা ঠিক ভাবছেন না। সুভাষ চন্দ্র যে বামপন্থী তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু আজ সেটা দিনের আলোর মতো পরিষ্কার। বরং এখন মানুষ বলছে ভারতীয় বামপন্থার জনক সুভাষ চন্দ্র।’