দেশের রাজনীতি এই মুহূর্তে আন্দোলিত হচ্ছে বা বলা ভাল যে বিষয় নিয়ে দেশে এই মুহূর্তে আগুন জ্বলছে একাধিক স্থানে, তা হল ‘অগ্নিপথ’। কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নেওয়া এই নতুন প্রকল্পের বিরোধিতা করে এবার বিজেপির অস্বস্তি বাড়াল এনডিএ শরিক জেডিইউ। জেডিইউ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্ত তরুণ – যুবকদের মধ্যে তাদের ভবিষ্যৎ সম্পর্কে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
জেডিইউ সভাপতি রাজীব রঞ্জন সিং টুইট করে তাদের দলের মত স্পষ্ট করেছেন ‘অগ্নিপথ’ প্রকল্প সম্পর্কে। তিনি টুইটে লিখেছেন, ‘অগ্নিপথ প্রকল্প চালু করার সিদ্ধান্তের কারণে, বিহার সহ দেশের যুবক এবং ছাত্রদের মনে অসন্তোষ, হতাশা এবং অন্ধকার ভবিষ্যৎ স্পষ্টভাবে দৃশ্যমান’। এই প্রকল্পের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিহারের একাধিক জায়গায় জ্বলেছে আগুন, ফলে শরিক জেডিইউ এনডিএর বড় শরিক বিজেপির কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে। ‘কেন্দ্রীয় সরকার দ্রুতভাবে অগ্নিপথ প্রকল্প নিয়ে পুনর্বিবেচনা করুক, কারণ এটি দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার সঙ্গে জড়িত’।
জেডিইউ এর পাশাপাশি বিহারে বিজেপির আরেক শরিক হিন্দুস্তানি আওয়ামী মোর্চা এই প্রকল্প সম্পর্কে বলেছে ‘জাতির ক্ষেত্রে এটি বিপজ্জনক’। ফলে অগ্নিপথ প্রকল্প নিয়ে এই মুহূর্তে ঘরে বাইরে বেজায় চাপে বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বেকারত্বের প্রবল চাপের মোকাবিলা করার প্রয়াস দেখাতে গিয়ে সমস্যায় গেরুয়া শিবির।