হজরত মহম্মদ সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে কার্যত ঝড় উঠেছে। দেশ জুড়ে অশান্তির বাতাবরণ। আন্তর্জাতিক ক্ষেত্রেও বেজায় চাপের মুখে পড়েছে ভারত। এর মধ্যে চারদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না নূপুর শর্মাকে। বেশ কয়েকটি থানায় তাঁর নামে মামলা রুজু করা হয়েছিল। সেগুলির ভিত্তিতেই নূপুরকে সমন পাঠানো হয়েছিল। সমনের কাগজ নূপুরের হাতে তুলে দিতে গিয়েই বিপত্তি। মুম্বই পুলিশের একটি দল গত চারদিন ধরে বহিষ্কৃত বিজেপি নেত্রীর খোঁজ করছে বলে জানা গিয়েছে। কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছে না। দিল্লী পুলিশের সহায়তাতেই লুকিয়ে রয়েছেন নূপুর, এমনও দাবি করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে এই খবর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নূপুর শর্মাকে গ্রেপ্তার করার যথেষ্ট প্রমাণ রয়েছে মুম্বই পুলিশের হাতে। তাই পাইধোনি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সমন জারি করা হয় নূপুরের বিরুদ্ধে।
প্রথমে ই-মেলে সমনের কপি পাঠানো হয়। কিন্তু সেই সমনের উত্তর দিয়ে হাজিরা দেননি তিনি। তারপরে নিয়ম মাফিক সমনের কাগজ তুলে দিতে দিল্লী পৌঁছয় মুম্বই পুলিশের দল। সেখানে চারদিন কাটিয়ে ফেলার পরেও কাজ হয়নি তাঁদের। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিলকে জিজ্ঞাসা করা হয়, নূপুরকে সমন দিতে কি বাধা দিচ্ছে দিল্লী পুলিশ? উত্তরে অমিত শাহের পুলিশের দিকেই আঙুল তুলেছেন তিনি। বলেছেন, “দিল্লী পুলিশের অসহযোগিতার কথা সত্যি। মহারাষ্ট্র পুলিশ একটা কাজ করতে চেষ্টা করছে, সেখানে দিল্লী পুলিশের সাহায্য করা উচিত।” প্রসঙ্গত, রাজা অ্যাকাডেমি নামে একটি সংস্থার তরফে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পাইধোনি থানায়।
Nupur Sharma