এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করে ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানাল তৃণমূল প্রতিনিধি দল। বৃহস্পতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ১০ সাংসদের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের ৭ হাজার ১৩০ কোটি টাকা এখনও বকেয়া রেখেছে মোদী সরকার। এই বকেয়া টাকার অন্তত অর্ধের দ্রত মিটিয়ে দেওয়ার দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূল সাংসদরা এদিন কেন্দ্রীয় মন্ত্রীর হাতে একটি স্মারকলিপিও তুলে দেন। তাতে বলা হয়েছে, গত পাঁচ মাস ধরে কেন্দ্রীয় সরকার ওই টাকা আটকে রেখেছে।
প্রসঙ্গত, আইন অনুযায়ী ১০০ দিনের কাজের প্রকল্পে ১৫ দিনের মধ্যে মজুরির টাকা জব কার্ড হোল্ডারদের মিটিয়ে দিতে হয়। দাবি করা হয়েছে, রাজ্য সরকার যথা সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও কেন্দ্র এই প্রকল্পের টাকা ছাড়ছে না। পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, হিসেবের কিছু গরমিল আছে। কেন টাকা ছাড়া যাচ্ছে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে রাজ্যকে জানাবে। ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে ১২ই মে ও ৯ই জুন প্রধানমন্ত্রীকে দু-দফায় চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।