যোগার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গত মার্চে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ১২৬ বছরের স্বামীজি। এবার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী পদ্ম পুরস্কার বিজয়ীকে নাগরিক সংবর্ধনা জানাবে শহর কলকাতা। আগামী বৃহস্পতিবার ২৩ জুন হবে ওই সংবর্ধনা অনুষ্ঠান।
তিলোত্তমার সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ রবীন্দ্রসদনের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । বুধবার কলকাতার প্রেস ক্লাবে স্বামী শিবানন্দ মহারাজের বই প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঞ্জয় সর্বজ্ঞ, অসীম কৃষ্ণ পাইন, সুব্রত ঘোষ এবং স্বামীজির চিকিৎসক ডা. সুভাষ চন্দ্র গড়াই। মেডিসিন বিশেষজ্ঞ ডা. গড়াই জানিয়েছেন, দিনে দুটো রুটি, একমুঠো ভাত, একবাটি ডাল আর সবজি সেদ্ধ খেয়েই দিব্যি সুস্থ রয়েছেন স্বামীজি।
চিকিৎসকের কথায়, ‘গত ত্রিশ বছর ধরে ওঁকে দেখছি। একই রকম রয়ে গিয়েছেন। স্বামীজি অত্যন্ত প্রচারবিমুখ। নিজের আশ্রম খুলতে চান না। অসমের এক ব্যক্তি তাঁকে ১ লক্ষ টাকা নগদ এবং জমিজমা দিয়ে আশ্রম খুলতে অনুরোধ করেছিলেন। সুব্রত বাবু বলেন, ‘খবর পেয়েই অবিলম্বে টাকা ফেরত দিতে বলেছেন স্বামীজি। পদ্মশ্রী পুরস্কার সমন্ধেও জানতেন না। আবেদনও করেননি পাওয়ার জন্য’।