উপত্যকায় সন্ত্রাস হানা নতুন নয়। যুদ্ধ হয়। সন্ত্রাসবাদী কার্যকলাপের এনকাউন্টারে মারা পড়ে জঙ্গি। রক্তারক্তি। গুলিগালাজ। মাঝে-মধ্যেই সেখান থেকে খবর আসে এনকাউন্টারের। জঙ্গিরাও মারা পড়ে। জঙ্গিদের পাল্টা হামলায় শহিদ হন জওয়ানরা। উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপের সেদিন উপত্যকা থেকে এসেছে এনকাউন্টারের খবর। এনকাউন্টারে মারা পড়ে এক জঙ্গি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র। তবে তার থেকেও আরও ভয়াবহ খবর এল উপত্যকা থেকে। জামাতের শাখা সংগঠন ফালাহ-ই-আলম সেখানে একটি স্কুল খুলেছে। অথচ জানেনই না মোদী সরকার।
রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘প্রশাসন জানতে পেরেছে, জামাতের শাখা সংগঠন ফালাহ-ই-আলম সেখানে একটি স্কুল খুলেছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই স্কুল সিল করে দেওয়া হবে। পড়ুয়াদের অন্যত্র ভর্তির ব্যবস্থা রাজ্য সরকারই করবে।’ পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপত্যকার প্রত্যেক বাসিন্দাকে বলা হচ্ছে, তারা যেন তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি না করায়। রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট দফতরকে খবরের কাগজ এবং বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে।
Central Government