রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল নির্ধারণ নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিলেন ১৭ টি বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা। মোট ২২টি বিরোধী দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক হওয়ার কথা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক হতে পারে।
মমতার ডাকা বিরোধী-বৈঠকে যোগ দিয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম। রয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার, সিপিআই (এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য, আরএলডি-র জয়ন্ত চৌধুরি, সিপিআই-এর বিনয় বিশ্যম, সিপিএমের এন ই করিম-সহ ১৭টি দলের প্রতিনিধিরা।
কংগ্রেস থাকায় বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে এক মঞ্চ ভাগ করতে নিজেদের ‘অনিচ্ছা’র কথা জানিয়েছে টিআরএস। অন্য দিকে, আপের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হচ্ছেন তা দেখার পরই এ নিয়ে বিচার বিবেচনা করা হবে।’
Read: খাটল না আলিমুদ্দিনের নেতাদের আপত্তি – মমতায় আস্থা রেখে তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে যোগ দিল সিপিএম
Tweet: খাটল না আলিমুদ্দিনের নেতাদের আপত্তি – মমতায় আস্থা রেখে তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে যোগ দিল সিপিএম
Mamata Banerjee