বিধানসভায় সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। কিন্তু, সাময়fক বহিস্কারের জেরে চলতি অধিবেশনে যোগ দিতে পারছেন না শুভেন্দু।
স্পিকারের সাসপেনশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে বিজেপি। সেই মামলাতেও তৈরি হয়েছে দীর্ঘসূত্রতা। আদালত শুভেন্দুদের বলেছে, বিধানসভার বিষয়, বিধানসভাতেই মেটাতে। আদালতের নির্দেশে অধ্যক্ষের কাছে বিজেপি যে আবেদন করে, সেখানে কৌশলে তারা সাসপেনশন নিয়ে আদলতে যাওয়ার প্রেক্ষিতটিকেও উল্লেখ করেছে।
বিজেপি পরিষদীয় দলের এক বিধায়কের মতে, ‘বিষয়টিকে আমরা বিধানসভার রেকর্ডে লিপিবদ্ধ করার জন্য সচেতন ভাবে আমাদের আবেদনে উল্লেখ করেছি। এটা আমাদের আইনী ও রাজনৈতিক সিদ্ধান্ত। আর, সাসপেনশন প্রত্যাহারের আবেদন থেকে আাদলতের বিষয়টিকে বাদ দিতে চান স্পিকার। এটার আমরা আদালতে মীমাংসা চাই। আমাদের আইন বিশেষজ্ঞরা নিয়ম মেনে, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে যে আবেদন করতে বলেছেন, সেই আবেদন গ্রাহ্য না হলে, তা আদালতকে অসম্মান করা হয়। আমরা চাই আদালতই বলুক বিজেপির আবেদন ( মোশন) সঠিক না বেঠিক। আমরা বিষয়টি স্পিকার নয়, আদালতের উপরেই ছাড়তে চাই। তাতে দেরি হলে হবে।’
বিজেপি-র এই মনোভাবের জেরে আজও বিষয়টির নিষ্পত্তি হয়নি। ফলে, শুভেন্দু সহ গুরুত্বপূর্ণ সাত বিধায়ককে অধিবেশনের বাইরে রেখেই শাসক দলের মোকাবিলা করতে হচ্ছে বিজেপিকে। গতকাল, শুভেন্দু অধিকারী বিধানসভার পোটিকোয় প্রতীকী প্রতিবাদ ও ধর্ণায় কিছুক্ষনের জন্য যোগ দিয়ে গান্ধি মূর্তির নিচে দলীয় কর্মসূচিতে চলে যান। মঙ্গলবার বাঁকুড়ায় দলীয় কর্মসূচি থাকায় বিধানসভায় আসেননি শুভেন্দু। আজও তাঁর নদীয়ার রানাঘাটে দলীয় কর্মসূচি রয়ছে। ফলে, বিধানসভায় পূর্ণ সময় দিতে পারবেন না শুভেন্দু।
Read: মোদীকে অভ্যর্থনা জানাতে আদিত্যকে বাধা নিরাপত্তারক্ষীদের – ব্যাপক চটলেন উদ্ধব ঠাকরে
Tweet: মোদীকে অভ্যর্থনা জানাতে আদিত্যকে বাধা নিরাপত্তারক্ষীদের – ব্যাপক চটলেন উদ্ধব ঠাকরে
Bengal Bjp