সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন তিনি। কয়লা পাচার মামলায় এর আগেও একবার তাঁকে তলব করেছিল সিবিআই। সেই সময় হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয়বারের তলবে সিবিআই দফতরে এলেন শওকত।
এ দিন সকালে ক্যানিং-এর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে তিনি নামেন জীবনতলা বাজারে। সেখানে প্রচুর মানুষ এসে ভিড় করেছিলেন। দলীয় কর্মী-সহ অন্যান্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন শওকত। এলাকার দাপুটে নেতা বলে পরিচিত শওকতের সঙ্গে দেখা করে সিবিআই তলব করার কারণে উদ্বেগ প্রকাশ করেন কর্মীরা। এরপর বোদরা এলাকায় ফের থামে শওকতের গাড়ি। সেখানেও দলের নেতা-কর্মীরা কথা বলতে আসেন বিধায়কের সঙ্গে। পরের গন্তব্য ছিল ঘটকপুর। সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা সারেন। দলীয় কাজকর্ম নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর।
পরে বাসন্তী হাইওয়ের কাঁটাডাঙা এলাকায় কিছুক্ষণ অপেক্ষা করেন তিনি। এরপর পৌঁছন সায়েন্স সিটির কাছে। সেখানেও গাড়ি দাঁড় করানো হয়। এই জায়গাতেই আসেন শওকতের ব্যক্তিগত আইনজীবী। এরপর ফের এগিয়ে যায় বিধায়কের গাড়ি। ঘড়িতে সাড়ে ১১ টা বাজতে তখনও অনেক বাকি। মিন্টো পার্কের কাছে ফের থেমে যান তিনি। রাস্তার ধারে একটি ক্যাফেতে নামেন তিনি। সেখানে চা খেয়ে রওনা হন। ১১ টা ১৬ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছেছেন শওকত মোল্লা।
Tea