রাজ্যজুড়ে ক্রমশ গ্রীষ্মের দাবদাহ বাড়ার কারণে সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকেই এবার সমর্থন জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যা কার্যত অস্বস্তি বাড়িয়েছে গেরুয়াশিবিরের। গত রবিবার পানিহাটিতে দণ্ড উৎসবে যোগ দিতে গিয়ে গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় তিন পুণ্যার্থীর। এই ঘটনার পরই স্কুলপড়ুয়াদের গ্রীষ্মের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
উল্লেখ্য, নয়া বিজ্ঞপ্তি জারি করে স্কুলশিক্ষা দফতর জানায়, আগামী ২৬শে জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। ২৭ তারিখ থেকে স্কুল খুলব। আগে স্কুলগুলিতে গরমের ছুটি ছিল ১৫ই জুন পর্যন্ত। আরও ১০ দিন তা বাড়ানো হল। আজ, মঙ্গলবার এই সিদ্ধান্তকেই সমর্থন করেন দিলীপ ঘোষ। খড়গপুরে তিনি বলেন, “এখন যা গরম পড়েছে যেভাবে অস্থির হয়ে যাচ্ছে লোক, এখন তো ছুটি দেওয়ার দরকার। যতক্ষণ না বৃষ্টি নামছে যতক্ষণ এই গরম ততক্ষণ স্বস্তি নেই। আমরা দেখেছি একাধিক জায়গায় মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। মারা যাচ্ছেন।” দিলীপের এহেন মন্তব্যের ফলে স্বাভাবিকভাবেই মাথাব্যথা বেড়েছে বঙ্গ বিজেপির অন্দরে। দলত্যাগের সম্ভাবনা বাড়ছে তাঁর? ঘনীভূত হচ্ছে জল্পনা।